ভালোবেসে বিয়ে করেন নোমান ও লতা। সচ্ছল মধ্যবিত্ত নাগরিক পরিবারের দম্পতি ভোগ-উপভোগে সুখী ও সার্থক দাম্পত্য চায় দুজনই। নোমান সাহিত্য-সংস্কৃতির শৌখিনতায়, আর লতা বিত্তবৈভবের আকর্ষণে- জীবনসম্ভোগে মাতাল হয় তারা। যৌথ জীবনের চিরায়ত ভিত ধসিয়ে দেয় যুগের সামাজিক ব্যাধি, বল্গাহীন ভোগবাদিতা। একদিন তাকে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বিছানায় আবিষ্কার করে নোমান।
নোমানও কাজের মেয়েকে বুকে জড়িয়ে বিকৃত গলায় বলে, ওই বেশ্যা বউয়ের বদলে তোকেই আমি বেশি ভালোবাসব আজ। অবশেষে আমেরিকায় পাড়ি জমানোর পথে স্বামী-সন্তানকে শূন্যে তুলে লতা বলে, সবকিছুর পরও আমি তোমাকে আগের মতো ভালোবাসতে চাই নোমান। তুমি চাও না?
উপন্যাসটি ২০০০ সালে প্রথম প্রকাশের পর অনেক বছর বাজারে দুষ্প্রাপ্য ছিল। আগামী প্রকাশনী থেকে পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হলো।
দাম্পত্য বিলাস
মঞ্জু সরকার