প্রেম, প্রজ্ঞা আর প্রতিবাদের কবিতায় ফরহাদ মজহার রচনা করেছেন এক স্বতন্ত্র ভাষা ও কাব্যিক প্রতীকতন্ত্র।
“তুমি ছাড়া আর কোন্ শালারে আমি কেয়ার করি?” বইটি তাঁর কাব্যিক আত্মস্বাক্ষর—সংকটময় সময়ে এক কবির স্বপ্ন, সাহস ও দ্রোহের দলিল।
কবিতায় ফরহাদ মজহার এমন এক স্বতন্ত্র স্বর যা তাঁর সমকালে, অসময়ের উল্টো স্রোত বেয়ে প্রেম, প্রজ্ঞা ও প্রতিবাদের ভাষা, প্রতীক- ইশারায় নতুন অর্থোৎপাদনের কাব্যিক সুষমা বিস্তার করে। এখন সেই অভিনিবেশের কাল, যা কবিতায় ইস্পাতের ঠোট নিয়ে আঘাত ও অন্তর্ঘাত মোকাবিলা করে। এই এস্ত, নিস্তব্ধ গুমাতঙ্কের ভিতরে, কবিকে প্রহরীর মতো জেগে থাকতে হয়, স্বপ্ন ও সাহস নিয়ে। সেই স্বাক্ষর এই কাব্যে রেখেছেন ফরহাদ মজহার। কবি থোড়াই কেয়ার করে চোথ রাঙানি শাসানি। প্রতিকূল সময়ে বয়ে নিয়ে চলেছেন সংক্ষুব্ধ তরণী।
তুমি ছাড়া আর কোন্ শালারে আমি কেয়ার করি?
ফরহাদ মজহার