মন-সমুদ্রের যত কথা-এদের ছিটেফোঁটাও নয়- এসব কাব্যকথা। কবি ইকবালের ভাষায়- ‘সমন্দর সে মিলে পিয়াসে কো শবনম, বখিলি হ্যায় এ রাজ্জাকি নেহি’ সাগর হতে শিশির দান করে- সাগর যদি বলে সে কত দানশীল, তা কি হাস্যসম্পদ নয়? এসব বড় মালিকের কথা। আমরা তো নস্যি। যাই হোক, ধ্যান আর ভাবের কোনো শেষ নেই। নেই তার দিগন্ত, অনন্ত প্রসারিত, আকাশের পর আকাশ ভাবের চোখ যেখানে ঠেকে-একটা আকাশ। তারপর পড়ে যায় ধোঁয়াশায়- ধ্যান বলে আর পারি না। না দেখে, না ধরেও মহাক্লান্ত। অক্ষমতার এই লজ্জা লুকানোর স্থান কোথায়? অক্ষমতার বিশাল বৃত্তের পরিধির ওপর সক্ষমতা কেবল সামান্যাংশে প্রলেপমাত্র। এই প্রলেপেই আমরা ঢোল পিটাই। ক্ষমা চাই- নিজের কথাই বলছি।
হাজার গীতি কবিতা: তৃতীয় খণ্ড
মুহম্মদ মাহবুব উল ইসলাম
















