এক উদীয়মান, স্বর্ণস্বাক্ষর ও প্রতিশ্রুতিশীল ইঞ্জিনিয়ার রাকিবুল আহসান। মেধাবী ছাত্র, কর্মদক্ষ চাকুরে, সফল সংগঠক, পরিবারের নির্ভরশীল অভিভাবক ও সার্থক পতিরূপে নিজেকে উপস্থাপনে নিরলস প্রচেষ্ঠায় রত। নিদারুণ ছন্দপতন ঘটে রীনার মতাে সহধর্মিণীর সহাবস্থান ও যথেচ্চারিতার কারণে। জ্যোতি ছড়ানাের মতাে রাকিবুল আহসানের গুণমুগ্ধ চরিত্রের নৈতিক স্খলন শেষ পর্যন্ত ব্যর্থতার গ্লানি নিয়ে অকাল প্রয়াণ মেনে নিতে পাঠককুলের জন্য প্রত্যাশিত নয় বটে তবে বাস্তবিকতায় তাই ঘটেছে। তমােহরে আরাে আছে আমাদের বৈদেশিক মিশনের কর্মতৎপরতার কিঞ্চিত স্পর্শ সেই সাথে গাদ্দাফির মতাে পাগলা রাজার দেশ লিবিয়ানদের জাতিগত চরিত্র ও সামাজিক উপাখ্যান খুব কাছ থেকে অবলােকন ও উপস্থাপনায় ভিন্ন মাত্রা এনে দিয়েছে বইটিতে যা আমাদের সকলের অজানা।
তমোহর
এহছান কবির