আমি গবেষক নই। ‘সওগাত যুগ ও মোহাম্মদ নাসিরউদ্দিন’ কোনো গবেষণা গ্রন্থ নয়। এটাকে স্মৃতি-চিত্র হিসেবে গ্রহণ করলেই পাঠকেরা আমার প্রতি সুবিচার করবেন। মোহাম্মাদ নাসিরউদ্দিনকে যতটা কাছে থেকে থেকে দেখেছি এবং তার সওগাত পত্রিকার সম্পাদনার সঙ্গে কিছুকাল যুক্ত থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তারই বর্ণনা এই বইটি। যেভাবে মনে এসেছে সেভাবে লিখে গেছি। বর্তমানে বা ভবিষ্যতের কোনো গবেষক যদি আমার এই স্মৃতিচারণে তাদের গবেষণার কোনো সূত্র খুঁজে পান, তাহলে, নিজেকে ধন্য মনে করব। ‘সওগাত যুগ এবং মোহাম্মদ নাসিরউদ্দিন’কে নিয়ে আমাদের সাহিত্যগবেষকদের সত্যি সত্যিই গবেষণায় ব্রতী হওয়া উচিত। কলকাতার ভারতী, সবুজপত্র ও কল্লোল যুগের মতো ঢাকায় অগত্যা ও সওগাত যুগের ইতিহাসও খুবই সমৃদ্ধ। এই ইতিহাস হারিয়ে গেলে আমাদের সাহিত্য-সংস্কৃতির দারুণ ক্ষতি হবে।
‘সওগাত যুগ ও মোহাম্মদ নাসিরউদ্দিন’ যদি সাধারণ পাঠকদের ভালো লাগে, তাহলেই আমি খুশি হব।
সওগাত যুগ ও মোহাম্মদ নাসিরউদ্দিন
আবদুল গাফ্ফার চৌধুরী