শেকড়ের রঙ গ্রন্থটি মূলত আদর্শিক শিক্ষা ও অনুপ্রেরণামূলক একটি উপন্যাস। সমসাময়িক সাহিত্যাঙ্গনে বিরাজমান প্রেমকাহিনির সমারােহে উপন্যাসটির বিষয়বস্তুতে নাটকীয় স্বাতন্ত্রিক ধারা এবং ভিন্নতা দৃশ্যমান। মানুষের অবস্থান যেখানে যে অবস্থায়ই হােক, আদর্শ ও মানবিক শিক্ষা থেকে বিচ্যুত না হলে প্রবল ইচ্ছাশক্তির জোরে, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে সততা-আদর্শ ও নিবিষ্ট শ্রমের মাধ্যমে যে কেউ তার লক্ষ্য অর্জনে সফল হতে পারে। গল্পের নায়ক তার প্রকৃষ্ট উদাহরণ। কাহিনির ধারাবাহিকতায় উপন্যাসটিতে একটি পরিচ্ছন্ন-শালীন, নীরব-নিটোল প্রেমকাহিনি রূপায়িত হয়েছে যা গতানুগতিক গল্পকাহিনি থেকে একটু ভিন্ন স্বাদের, ভিন্ন আমেজের।
শেকড়ের রঙ
মোঃ আনোয়ার হোসেন