সব কিছুই ঠিকঠাক চলছিল। আকাশের আর মাত্র কিছুদিন পরেই উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য জাপান যাওয়ার কথা। এর মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আকাশকে ছদ্মবেশ ধারণ করে বাদল হয়ে থাকতে হলো রঙের মেলায়। সেখানে পরিচয় হয় ঐশীর সঙ্গে। সবকিছু কি ঠিকঠাক হয়ে যাবে? আকাশ কি ফিরে পাবে তার আসল পরিচয়? নাকি বাদল হয়েই তাকে সারা জীবন কাটাতে হবে? সে কি পারবে যথাসময়ে জাপান দিয়ে উচ্চতর ডিগ্রি নিতে? ঐশীর সঙ্গে তার সম্পর্কেরই বা কী হবে? তার হাতে তো বেশি সময় নেই। এসব প্রশ্নের উত্তর নিয়েই গল্পটা এগিয়ে চলেছে…
রঙের মেলায় একাকী একজন
শেখ বদিউজ্জামান