top of page

সত্তর দশকের প্রধানকবি নাসির আহমেদ।

 

সমসাময়িক বাংলা কবিতার আলোচনায় বারবার উচ্চারিত এই নাম সমসাময়িক জীবনের জটিলতা, কাম-ক্রোধ- রিরংসা, আশা হতাশা এবং স্বপ্নের সম্ভাবনা তার কবিতায় বাঙময় হয়ে উঠেছে। কবিতা নির্মাণের ঈর্ষনীয় ক্ষমতার অধিকারী এই কবির প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে বোদ্ধাপাঠকশ্রেণি এবং সমালোচকগণের দৃষ্টি আকর্ষণ করেন। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের বিশ বছরের মধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর ১৮টি কাব্যগ্রন্থ। নাসির আহমেদ-এর কবিতায় স্বাধীনতা-পরবর্তী বাংলা কবিতার ক্রমবিবর্তন পরিণতিশীলতা প্রত্যক্ষ করা যায়। কাব্যজীবনের শুরুতেই আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ এবং কিংবদন্তিতুল্য সাহিত্যসম্পাদক আহসান হাবীব-এর ঘনিষ্ঠ স্নেহ-সান্নিধ্য এই কবিকে কাব্যের জটিল শিল্পরীতি এবং সম্পাদনার দূরদৃষ্টির সুযোগ এনে দেয়। এবং সে কারণেই তাঁর ছন্দসচেতনতা, পরিমিতিবোধ এবং ঐতিয্যর সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ মারণকৌশল, মেকি নাগরিকবোধ বস্তুতান্ত্রিক জীবনের রূঢ় সংঘাতে বিক্ষত হৃদয়ের রক্তক্ষরণ তাঁর কবিতার অক্ষরে বহমান। তিনি প্রকৃতি ও নারীর প্রতীকে কবিতায় গভীর দার্শনিকতা নির্মাণ করেছেন, যা দিয়ে সহজেই তাঁকে আলাদাভাবে চেনা যায়। আপাত সরল বাক্যের অন্তরালে বহুমাত্রিক অর্থ গেঁথে কবিতাকে রূপকাশ্রিত করে তোলা তাঁর আর একটি প্রধান বৈশিষ্ট্য। প্রতীক চিত্রকল্পের রহস্যময়তা সত্ত্বেও তাঁর কবিতা পাঠকদের প্রকৃত পাঠোদ্ধার এবং আনন্দপ্রাপ্তি থেকে বিমুখ করে না। লিরিক আর রহস্যের সম্মিলন তাঁকে দিয়েছে আরেক বিশিষ্টতা। প্রায় আড়াই দশকের কাব্যসাধনায় তাঁর অর্জিত ফসলের পরিপুষ্ট শস্যদানা থেকে বাছাই করা আগামী ফসলের প্রত্যাশিত বীজ মলাটবন্দি করেছেন এই সংকলিত গ্রন্থে। এই নির্বাচিত কবিতা সংকলন পাঠকের পাঠানন্দ দিতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস।

নির্বাচিত কবিতা

120.00৳ Regular Price
90.00৳Sale Price
Quantity
  • নাসির আহমেদ

Socials

Related Books

bottom of page