এক অদ্ভুত কিসিমের মানুষ। হাঁটা খুব পছন্দ। হাঁটতে হাঁটতে চলে যেতে পারে বহুদূরপথ। প্রায়ই পথ হারিয়ে হাঁটে। পথ হারিয়ে হাঁটাতেই নাকি আনন্দ। চেনা পথে বেশি কিছু পাওয়া যায় না। কিছু পেতে হলে যেতে হয় অচিন পথে। কিছুটা ঘুরপথে। এ হচ্ছে তার জীবনের দর্শন।
কুকপলানি
খোকন কায়সার