জীবন অভিজ্ঞতাকে উপজীব্য করে আবদুল লতিফ এর আগেও বেশ কয়েকটি গল্পের বই রচনা করেছেন। তাঁর লেখায় যেমন উপস্থাপিত হয় জীবন অভিজ্ঞতার সৃজনশীল প্রকাশ, তেমনি আবার কল্পনার রঙে রেঙে ওঠে বিচিত্র গল্পসমূহ। এবারে নতুন কিছু গল্প নিয়ে আবদুল লতিফ উপস্থাপন করেছেন কল্পলােকের গল্প’। এখনকার নানা ধরনের গল্পের মধ্যে এবার আছে পরাবাস্তবের ছোঁয়া, সমস্যাসংকুল জীবনের কথা এবং পুরাণভিত্তিক গল্প । অন্যবারের মতাে কল্পলােকের গল্প পাঠকমন জয় করতে পারবে বলে আমরা আশা রাখি।
কল্পলোকের গল্প
আবদুল লতিফ

















