top of page

কবেজ লেঠেল উপন্যাস স্বাধীনতাযুদ্ধ ও যুদ্ধশেষে বাংলাদেশের ঘটনা নিয়ে রচিত এক মহৎ উপন্যাস। এর বিষয়ে অনেক বিস্তৃত প্রত্যক্ষভাবে রয়েছে। মুক্তিযোদ্ধা, পাকিস্তান সেনাবাহিনী, দালাল, লড়াই ও মানুষের বদলে যাওয়া এই বদলে যাওয়া মানুষের একজন কবেজ।  বংশানুক্রমে সে গ্রামের এক প্রভাবশালী ভূস্বামী পরিবারের হয়ে কাজ করে।  গ্রামে পাক-মিলিটারি এলে, তাদের সঙ্গে দ্রুত সখ্য গড়ে তোলে গ্রামেরই এক জোতদার রমজান শেখ ।  কবেজ যার অধীনস্থ আকমল প্রধান ও পাকসেনাদের কাছের মানুষ রমজান শেখ- এ দুজনের দ্বন্দ্ব, পাকবাহিনীর নির্মম অত্যাচার, মুক্তিযোদ্ধাদের অসীম সাহস বদলে দিতে থাকে কবেজকে । কবেজ হারেস মাস্টারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেয়। উপন্যাসে তিনটি অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে স্বাধীন বাংলাদেশ ও সে সময়ের ঘটনা ।  তৃতীয় অধ্যায়ে আমরা দেখি- আকমল প্রধানের ফিরে আসা ও নিজেকে প্রতিষ্ঠিত করা।  এ সময় কবেজ আবার ভিড়ে যায় আকমলের সঙ্গে। হারেস মাস্টার প্রহৃতও হয় তার হাতে। কবেজ লেঠেল উপন্যাস এভাবে হয়ে ওঠে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ের সবচেয়ে বিশ্বস্ত দলিল।

কবেজ লেঠেল

350.00৳ Regular Price
262.50৳Sale Price
Quantity
  • মঈনুল আহসান সাবের

Socials

Related Books

bottom of page