জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ একজন লেখকের জীবনোপাখ্যান, প্রত্যক্ষ ও পরোক্ষয় দেখা জীবনের গল্প। সে জীবনের সঙ্গে তিনি বয়ে এনেছেন শৈশব-কৈশোরের জোনাকির আলো, নীল জোছনায় বিষণ্ন রাতের কান্না, জলোচ্ছ্বাস-প্রাচীন সুনামির ধ্বংসের বিবরণ, মুক্তিযুদ্ধ, দ্বিতীয় আণবকি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বাংলাদশে, জাতরি পতিার নৃশংস হত্যাকাণ্ড, রাজনীতরি রক্তমাখা জামা, সামরকি জান্তার আস্ফালন, জীবিকার জন্য নিজের শেকলপরা জীবন, প্রিয়জনের বিদায়, সর্বোপরি একজন লেখক হয়ে ওঠার গল্প। এক জাদুকরী ভাষার জাদুতে ভুলে থাকা ইতিহাসের পাতা আর পৃথিবীর ভূগোলে পরভ্রিমণ করবনে পাঠক।
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
সিরাজুল ইসলাম মুনির

















