‘তিনটি পরিবার। অর্থনৈতিকভাবে অসম। উচ্চবিত্ত পরিবারের জীবনধারা মসৃণতায় আবদ্ধ। মধ্যবিত্ত পরিবারে কখনো খুশির ঝিলিক। কখনো-বা মেঘের আনাগোনা। আর নিম্নবিত্ত পরিবারে আনন্দ কদাচিৎ। সেখানে সবসময়ই টানাপোড়েনের খেলা চলে। ঘটনাচক্রে তিনটি পরিবার এক জায়গায় মিলিত হয়। সমস্যার মুখোমুখি দাঁড়ায়। সবার জীবন থমকে যায়। অর্থের প্রভাবে সেখান থেকে কেউ কেউ বের হয়ে আসতে পারে। কারও কারও জীবন অর্থের অভাবে চোরাবালিতে আটকে থাকে। কারও কারও জীবন থেকে মূল্যবান অনেক কিছু হারিয়ে যায়…’
ফাগুন গিয়েছে চলে
শেখ বদিউজ্জামান