কুসুমকুমারী দাশের দিনলিপি গ্রন্থটিতে মাটির সোঁদা ঘ্রাণে অবগাহিত কবি তথা সুগৃহিনী কুসুমকুমারী দাশের রোজনামচাসহ বাবা-মাকে নিয়ে লেখা তাঁর সুপুত্র কবি জীবনানন্দ দাশের দুটি স্মৃতিচারণমূলক রচনাও স্থান পেয়েছে। দিনলিপির পাতা দেখে একটি মানুষকে সঠিক বিশ্লেষণ করা যায় না। তার জন্য জানতে হয় তার জন্ম, বেড়ে ওঠা ও কর্মময় জীবনের ইতিহাস।
দিনলিপি
কুসুমকুমারী দাশ