বুলবুল কাজী নজরুল ইসলামের গীতিকবিতার প্রথম সংগৃহীত সংকলন, যা প্রথম প্রকাশিত হয় ১৫ নভেম্বর ১৯২৮ (আশ্বিন, ১৩৩৫ বঙ্গাব্দে)।
প্রকাশিত হয় ডি. এম. লাইব্রেরি, কলকাতা থেকে। এই গানের বইটি কবি উৎসর্গ করেছিলেন প্রখ্যাত সুরসাধক দিলীপকুমার রায়-কে, যিনি নজরুলের সংগীতজগতের একজন ঘনিষ্ঠ সাথী ছিলেন।বুলবুল-এ সংকলিত নজরুলগীতিগুলো বাংলা সংগীতের ইতিহাসে এক অমূল্য সংযোজন, যেখানে প্রেম, ভক্তি, বেদনা ও সৌন্দর্য একসাথে গাঁথা রয়েছে হৃদয়স্পর্শী সুর ও কাব্যিক ভাষায়।
বুলবুল
কাজী নজরুল ইসলাম