একজন কবির মননে মানব অনুভূতির যাবতীয় অনুষঙ্গই ধাপে ধাপে কবিতায় পরিণতি লাভ করে। নির্বাচিত কবিতাসমূহে কবি শুধু দৃষ্টিনন্দনের ক্ষেত্র হিসেবে প্রকৃতিকে অবলোকন না করে নগরজীবনের যন্ত্রণা থেকে মুক্তির গন্তব্য এঁকেছেন এবং প্রকৃতিলগ্ন মানুষের মিলিত রূপেরও সম্মিলন ঘটিয়েছেন। কবির প্রকৃতি-বিমুগ্ধতা বিদগ্ধ পাঠকের চৈতন্যে নতুন দৃশ্যকল্প সৃষ্টির পাশাপাশি নবচেতনার উন্মেষ ঘটিয়েছে। চরম সত্য যেমন তীক্ষ্ণ ছুরির মতো ঝলসে উঠেছে তাঁর কবিতাসমূহে, তেমনি কবিতার আত্মাকে স্পর্শ করার নিরন্তর সাহস দেখিয়েছেন অবিশ্বাস্য রূপকল্পে— শব্দের বন্ধনহীন প্রসন্নতায়। নির্বাচিত কবিতাসমূহের এত সহজ অবলোকন, এত সুস্থির শব্দগ্রন্থনা পাঠকহৃদয়ে প্রেমামৃতের পুনর্জাগরণ ঘটাবে— এ আমাদের দৃঢ় প্রতীতি।
বৃষ্টিগুলো তবু ঝরুক
পুষ্পিতা সেন