পথ, মঞ্চ ও টিভি নাটকের উপযোগী ৩টি নাটক নিয়ে ভিন্ন আঙ্গিকের নাট্যত্রয়ী। নাট্যজন আলী মাহমুদ নাটককে সাথি করেছেন ৩০ বছরেরও বেশি সময় ধরে। এ পথচলায় তিনি পথনাটক, মঞ্চ ও টিভি নাটকের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন একই সাথে। হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত ৩ বন্ধুর অসামান্য মানবিক জীবনবোধ নিয়ে রচনা করেছেন স্বপ্নতরী। এটি পথনাটক বা মঞ্চের জন্য নির্মাণ করা যেতে পারে। মার্ক টোয়েনের দ্য ডেথ ডিস্ক নাট্যকারের ভীষণ প্রিয় একটি গল্প। এই গল্পকে মঞ্চ বা টিভি নাটকে অভিনয়ের জন্য নাট্যরূপ দিয়েছেন তিনি, নাম মৃত্যু চাকতি। প্রিয় কথাসাহিত্যিক শওকত ওসমানের অনিবার্য ঘাতক গল্পটি পড়ে সন্ত্রাসপীড়িত অস্থির সমাজ ব্যবস্থায় অসহায় মানুষের অন্তর্গত চাপ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই নাটকে। অনিবার্য ঘাতক একটি টিভি নাট্যরূপ।
ভিন্ন আঙ্গিকের নাট্যত্রয়ী
আলী মাহমুদ

















