প্রায় ত্রিশ বছর আগে লেখা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ : কিশোর ইতিহাস গ্রন্থখানি। অনেককটা বৈঠকি গল্পের আদলে দেশের শিশু-কিশোরদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরাই ছিল এ বইটির মূল উদ্দেশ্য। মুক্তিযুদ্ধের প্রচলিত ইতিহাসের বাইরে এর ব্যতিক্রম দিকটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে সামনে রেখে পুরো বাংলা ও বাঙালির ইতিহাসটাই কিশোরদের সামনে নিয়ে আসা।
খুব দ্রুতই দেশের লেখক-বুদ্ধিজীবীরা গ্রন্থটির বিশিষ্টতাকে ধরতে পেরেছিলেন এবং ‘স্বাধীনতার ইতিহাস জাতীয় কমিটি’ সারা দেশে কিশোরদের মধ্যে প্রতিযোগিতার জন্য বইটি নির্বাচন করেন। ১৯৯৫ সালে বইটির ৫০ হাজার কপি ছাপিয়ে সারা দেশে কিশোরদের মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। বেশ কয়েকবার এ প্রতিযোগিতাটি হয়। বাংলাদেশে উদীচী শিল্পীগোষ্ঠী এর সমন্বয় করে।
বইটির অনেকগুলো মুদ্রণ হয়েছে। এখনো নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কাছে এর চাহিদা ও গুরুত্ব আগের মতোই রয়েছে। বাংলার ইতিহাসের পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রায় প্রতিটি ছোট-বড় ঘটনা এ গ্রন্থে নিয়ে আসা হয়েছে।
বাংলা ও বাঙালির প্রাচীন ইতিহাস, রাক্ষস-খোক্কসের গল্পের ঐতিহাসিকতা, মধ্যযুগের বাংলাদেশ, ব্রিটিশবিরোধী সংগ্রাম, পাকিস্তানি শাসন-শোষণের জাতাকল, ভাষা আন্দোলন, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, অসহযোগ আন্দোলন, স্বাধীনতার ঘোষণা এবং সবশেষে মুক্তির জন্য যুদ্ধ-এ যুদ্ধে কারা কারা পক্ষে ছিল, কারা ছিল বিপক্ষে-পুরো চিত্রই লেখক তুলে এনেছেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ: কিশোর ইতিহাস
ড. মোহাম্মদ হাননান