বাঁধন হারা কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস, যা মূলত একটি পত্রোপন্যাস।
উপন্যাসটি রচিত হয় করাচিতে অবস্থানকালে এবং প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মোসলেম ভারত পত্রিকায়, ১৯২১ সালে। পরে, ১৯২৭ সালের জুন মাসে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।নুরু ও মাহবুবা—দুই তরুণ-তরুণীর প্রেম, বিচ্ছেদ এবং জীবনের দ্বিধাদ্বন্দ্বে গঠিত এই উপন্যাসে রয়েছে প্রেম, সমাজ, প্রতিবাদী নারীবাদ ও জাতীয় বাস্তবতার এক মেলবন্ধন। সাহসিকা চরিত্রটি নারীর প্রতি অন্যায়ের বিরুদ্ধে সরব ও স্পষ্ট প্রতিবাদের প্রতীক। নজরুলের বিদ্রোহী চেতনা এখানে প্রকাশ পেয়েছে কাব্যিক ভাষা ও আবেগময় উপস্থাপনায়।
বাঁধন হারা
কাজী নজরুল ইসলাম

















