আমার বন্ধু জ্ঞানী তৈল সিং ভারতের সাবেক একজন রাষ্ট্রপতির কোনোরকম আত্মীয় নয়, কোনোরকম সম্পর্কই নেই তার সঙ্গে বড় কোনো মানুষেরই। নাম তৈল সিং হলেও সে শিখ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম কিছুই নয়। সে কেবল মানুষ, সাধারণ একজন মানুষ, আমাদের সমাজে এই সময়ে ঘুরে বেড়ায় আনন্দে, সাধারণ মানুষেরই সাথে। জ্ঞানী তৈল সিং গোপালের মতো ভাড় নয়, সে রাজরাজড়াদের মোসাহেব নয়, ইতিহাস থেকে উঠে আসা বীরবল বা মোল্লা নাসিরুদ্দিনের মতো কিংবদন্তিও নয় । সে আমাদের সবার বন্ধু, সে আমাদের মতো সাধারণের গল্প বলে ।
আমার বন্ধু জ্ঞানী তৈল সিং
আবু হেনা মোরশেদ জামান