"ভিউ ফ্রম দ্য সামিট" বইটি শুধুমাত্র এভারেস্ট জয়ের গল্প নয়; এটি স্যার এডমন্ড হিলারির পুরো জীবনের এক অনুপ্রেরণামূলক কাহিনি। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করার প্রস্তুতি থেকে শুরু করে চূড়ায় ওঠার রোমাঞ্চকর গল্প, দক্ষিণ মেরু অভিযান, গঙ্গা নদী অভিযাত্রা এবং নেপালের শেরপা সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তার গল্প এই বইয়ে স্থান পেয়েছে। ব্যক্তিগত জীবন, সংগ্রাম, শখ, আর মানবজাতির প্রতি ভালোবাসায় ভরপুর হিলারির জীবনের প্রতিটি অধ্যায় পাঠককে অনুপ্রাণিত করবে।
ভিউ ফ্রম দ্য সামিট
স্যার এডমন্ড হিলারি

















