top of page

সারাদিনের বিচরণ শেষে সব পাখি-ই যেমন দিনান্তে নিজের বাসায় ফিরে আস, মানুষও তেমনি জীবনের নানা স্রোতে দিদ্বিদিক ভাসতে ভাসতে তার নিজস্ব গৃহনোণটিরই সন্ধান করে বারবার। এ উপন্যাসের নায়ক আবু তৈয়বও জীবনের এক কুটিল অথচ রঙিন স্রোতে ভেসে যায় অনেক দূর পর্যন্ত, স্ত্রী আফরোজার আত্মত্যাগী গোপন ভালোবাসার আকর্ষণও তাকে ধরে রাখতে পারেনা। কিন্তু শেষ পর্যন্ত ঘটনার পারস্পরিক যোগ ও পরিণতিতে তাকেও ফিরতে হয় আফরোজারই কাছে। রকি ভাবি এই উপন্যাসের আর এক নান্দনিক চরিত্র-যাকে ঘিরে ব্যবসা, তদবির এবং ক্ষমতার বণ্টন চলে। আবু তৈয়ব, রবি ভাবি, জরিন, শাহদাত- এই সব চরিত্র চিত্রণের মাদ্যমে কুশলী কথাশিল্পী সিরাজুল ইসলাম মুনির সৃষ্টি করেছেন এক কৌতূহলকর জটিল অথচ রুদ্ধশ্বাসে পড়ার মত্যে রোমান্টিক উপন্যাস-‘সব পাখি ঘরে ফেরে।’…. আমার মনে হয়েছিল আমি একটা প্রকাণ্ড দিঘি হয়ে গেছি, আর তাতে প্রবল বিক্রমে সাঁতার কাটছে এক পরাক্রমী পুরুষ, আশ্চর্য তার সাঁতারের কৌশল, সমস্ত দিঘির জল আনন্দে ফুলে উঠেছে, দিঘিতে বড় বড় ফোঁটায় বৃষ্টি ঝরছে, বৃষ্টি ও হাওয়ার খেলায় দীঘির জল আনন্দে নেচে নেচে উঠছে। তারপর একসময় বৃষ্টি ও হাওয়ার খেলা শেষ হয়, সমস্ত দিঘির জল শান্ত নিথর হয়, আমি ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি।

সব পাখি ঘরে ফেরে

30.00৳ Regular Price
22.50৳Sale Price
Quantity
  • সিরাজুল ইসলাম মুনির

Socials

Related Books

bottom of page