আহমদ শরীফ রচিত স্মরণীয় ব্যক্তিত্ব একটি বিশিষ্ট গ্রন্থ, যেখানে তিনি নানা যুগের মহান ব্যক্তিত্বদের জীবন, চিন্তা ও অবদান বিশ্লেষণ করেছেন। গৌতম বুদ্ধ থেকে শুরু করে সূর্যসেন, বিদ্যাসাগর, রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, ভাসানীসহ অনেক মনীষীর জীবনকে তিনি বিশ্লেষণ করেছেন নতুন দৃষ্টিকোণে। শিক্ষার্থী, গবেষক ও আগ্রহী পাঠকদের জন্য এটি একটি অমূল্য সংকলন।
স্মরণীয় ব্যক্তিত্ব
আহমদ শরীফ

















