সিন্ধু-হিন্দোল কাজী নজরুল ইসলামের রচিত একটি অনন্য কাব্যগ্রন্থ, যাতে মোট ১৯টি কবিতা অন্তর্ভুক্ত রয়েছে।
১৯২৬ সালের জুলাই মাসে কবি হেমন্তকুমার সরকারের সঙ্গে চট্টগ্রাম আসেন এবং কিছুদিন পর মুহম্মদ হবীবুল্লাহ্ বাহারের আমন্ত্রণে অবস্থান করেন তামাকুমণ্ডীর বাড়িতে—যেখানে তিনি ২৭ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে গ্রন্থটির গুরুত্বপূর্ণ কবিতাগুলি রচনা করেন, যেমন:
অ-নামিকা
গোপন-প্রিয়া
সিন্ধু—প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তরঙ্গ
হবীবুল্লাহ্ বাহার ও শামসুন্নাহারকে উৎসর্গিত কবিতা
এবং উৎসর্গপত্রের পূর্বচরণ
এ সময়েই লেখা হয় ‘বাংলার আজিজ’ (যা পরে সন্ধ্যা কাব্যে অন্তর্ভুক্ত হয়) এবং বুলবুল গ্রন্থের কিছু গানও।
সিন্ধু-হিন্দোল বাংলা কবিতায় প্রেম, সৌন্দর্য, স্মৃতি ও সুরের এক উচ্চতর মেলবন্ধন।
সিন্ধু-হিন্দোল
কাজী নজরুল ইসলাম