এক মলাটের ভেতর বসবাস করা এ বইয়ের গল্পগুলোর পরস্পর যোগসূত্র কী? এমন একটা প্রশ্ন যদি উত্থাপিত হয়, তাহলে এর উত্তরে বলা যায়, দুটি বড়রকমের যোগসূত্র গল্পগুলোর ভেতর পাওয়া যাবে। এসবের প্রধান চরিত্র ক. মানুষ এবং সে মানুষগুলো খ. নগরে বা মহানগরে বাস করে। শুধু বসবাস নয়, তাদের যাপন, তাদের মনোজগতে বড় প্রভাব বিস্তার করে যাচ্ছে নগর। ফলে বইয়ের নামটাও সেই শহরে মহানগরে বাস করা মানুষের জীবন। সে জীবন খানিকটা বাস্তব, খানিকটা পরাবাস্তব, খানিকটা অস্পষ্ট, খানিকটা গ্লানির, খানিকটা প্রতারণার, খানিকটা অবিশ্বাসের—এরকম নানা অনুষঙ্গের চিহ্ন এবং বিস্তার। এরপর যা, তার জন্য গল্পগুলো পাঠ করতে হবে। তবেই এর ভেতরকার আধার এবং আধেয় খোঁজ পাওয়া যাবে।
শহরে মহানগরে
ফারুক আহমেদ