শিউলি-মালা কাজী নজরুল ইসলামের রচিত একটি চমৎকার ছোটগল্পগ্রন্থ, যা প্রথম প্রকাশিত হয় ১৯৩১ সালে।
এই সংকলনে রয়েছে চারটি গল্প:
১) পদ্ম-গোখরো
২) জিনের বাদ্শা
৩) অগ্নি-গিরি
৪) শিউলি-মালাএই গল্পগুলোতে প্রেম, রহস্য, সাহসিকতা ও সমাজবোধ—সবকিছু মিলিয়ে নজরুলের গদ্যধারার বহুরূপ প্রকাশ পেয়েছে। প্রতিটি গল্প নিজস্ব রঙে আলাদা আলোয় উদ্ভাসিত, আবার সম্মিলিতভাবে এই বই নজরুলের সাহিত্যিক পরিপক্বতার একটি নিদর্শন।
শিউলি-মালা
কাজী নজরুল ইসলাম