শেষ সওগাত কাজী নজরুল ইসলামের এক বিশেষ কাব্য ও সংগীত সংকলন, যা প্রথম প্রকাশিত হয় ১৩৬৫ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (স্মরণীয় রবীন্দ্রজয়ন্তী দিবসে)।
প্রকাশনায় ছিলেন শ্রী জিতেন্দ্রলাল মুখোপাধ্যায় (ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোং প্রাইভেট লিমিটেড, কলকাতা)। প্রচ্ছদ অলংকরণ করেছিলেন শ্রী অজিত গুপ্ত।এই বইয়ে রয়েছে কবির বহু অপ্রকাশিত কবিতা ও গান, যা তাঁর সাহিত্যিক জীবনের শেষ পরিণত সময়ের রচনাশৈলীকে ধারণ করে। ভূমিকা লিখেছেন কবি প্রেমেন্দ্র মিত্র, যিনি বইটিকে নজরুলের “অগণন অনুরাগীর কাছে শেষ উপহার” হিসেবে অভিহিত করেছেন।
শেষ সওগাত বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্রোহী কবির একটি নীরব, গম্ভীর ও গীতিময় প্রস্থানবাণী।
শেষ সওগাত
কাজী নজরুল ইসলাম