top of page

ত্রিশ বছর আগে প্রকাশিত ‘চিতায় ঝুলন্ত জ্যোৎস্না’ থেকে শুরু করে মার্কিন প্রবাসে কাটানো দীর্ঘ অভিজ্ঞতা—এই সবকিছুর সমন্বয়ে শামস আল মমীনের কাব্যচর্চা হয়ে উঠেছে অনন্য। সলিমুল্লাহ খান, আহমাদ মাযহার, সিকদার আমিনুল হক, মতিন বৈরাগী, চঞ্চল আশরাফ, রাজিয়া সুলতানা প্রমুখের বিশ্লেষণ এই সংকলনে স্থান পেয়েছে। এ বইটি শামস মমীনের কাব্যিক পথচলাকে বুঝতে এবং আধুনিক বাংলা কবিতার দিগন্ত অনুধাবনে এক নির্ভরযোগ্য গ্রন্থ।

 

প্রায় তিরিশ বছর আগে শামস মমীনের প্রথম কাব্যগ্রন্থ ‘চিতায় ঝুলন্ত জ্যোৎস্না’ প্রকাশিত হওয়ার পর সলিমুল্লাহ খান তাঁকে শনাক্ত করেন এক ভিন্ন স্বরের কবি হিশেবে। তিতাশ চৌধুরী বলেন, তাঁর কবিতা কখনো রোমান্টিক, কখনো বা প্রতিবাদী। মমীন তাঁর পরবর্তী কাব্যগ্রন্থগুলোতে অবশ্য ভিন্ন বাঁক নিয়েছেন। এই বাঁক পরিবর্তনের মাঝেও কোথায় যেন একটি আবৃত্তি রয়ে গেছে তাঁর কবিতায়। সলিমুল্লাহ খানের নবতর বিশ্লেষণে সে কথাই শুনেই পাই: ‘নিত্যদিনের অভিজ্ঞতা ইতিহাসের উপলব্ধির সহিত মিলাইয়া দিবার ঢের উদাহরণ আছে মমীনের কবিতায়।’ একই ধরনের বক্তব্য পাওয়া যায় আহমাদ মাযহারের লেখায়। মমীনের কবিতাকে ব্যবচ্ছেদ করে তিনি বলেন, মার্কিনদেশে দীর্ঘ বসবাসের ফলে তাঁর কাব্যাদর্শ ও কাব্যনির্মিতিতে বাংলাদেশের জীবনাচারের সঙ্গে সঙ্গে পশ্চিমা চৈতন্যও যুক্ত হয়েছে সমানভাবে।

এ সংকলনে আরো আছে সিকদার আমিনুল হক, মতিন বৈরাগী, আবেদীন কাদের, চঞ্চল আশরাফ, রাজিয়া সুলতানা প্রমুখ কবি ও প্রাবন্ধিকের নানামুখী আলোচনা ও বিশ্লেষণ। এসব রচনা শামস আল মমীনের কবিতা পাঠে অধিকতর সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস

বাংলা কবিতার নতুন দিগন্ত শামস আল মমীনের ব্রত

700.00৳ Regular Price
525.00৳Sale Price
Quantity
  • আবেদীন কাদের

Socials

Related Books

bottom of page