সাবলটার্ন নিম্নবর্গের মানুষ, যারা কৃষক, শ্রমিকশ্রেণির, তারাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সবচেয়ে বেশি সংখ্যায় । এদের কয়েকজনকে নিয়ে এই উপন্যাস। একাত্তরের মার্চ মাসে অসহযােগ আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা সেন্ট্রাল জেল ভেঙে বেরিয়ে এসেছিল অনেক কয়েদি। তাদের কয়েকজন শহীদ মিনারে হাত তুলে শপথ নিয়েছিল দেশকে স্বাধীন করার সংকল্পে । হানাদার বাহিনীর অতর্কিত হামলার পর ঢাকা শহর তাদের দখলে চলে গেলে এইসব কারাবন্দি সীমান্তের কাছে এক গ্রামে গিয়ে গড়ে তােলে প্রতিরােধ। শেষ পর্যন্ত শত্রুর কাছে গ্রামটির পতন হলে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায় । তারা যােগ দেয় মুক্তিযুদ্ধে ।
‘সাতজন’ সেইসব কারাবন্দির বীরত্ব ও ত্যাগের কাহিনি । সাত সংখ্যাটি নেওয়া হয়েছে আকিরাে কুরাে শাওয়ার ‘সেভেন সামুরাই’ ফিল্ম থেকে ।
সাতজন
হাসনাত আবদুল হাই