উপন্যাস লিখলেও সেই কবে থেকে গানে হাতেখড়ি, তা এখন আর মনে পড়ে না। যতদূর মনে পড়ে, চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নকালে প্রয়াত আইয়ুব বাচ্চুর জন্য কয়েকটি আধুনিক গান এবং শেফালী দি’র জন্য কিছু আঞ্চলিক গান লিখেছিলাম। সে গানগুলো এখন কোথায় জানি না। নিউইয়র্কে থাকাকালীন জাতিসংঘের বিভিন্ন উপলক্ষ্যে লেখা ইংরেজি গানগুলোর কী হয়েছে মনে নেই।
তবে হারিয়ে যাওয়া গানের মায়ায় হোক, ইউটিউবে বিকৃত কথায় ও সুরে আমার গান প্রচার দেখে হোক, স্মরণ ও সঞ্চয়ে থাকা গানগুলো সংকলনের তাগিদ অনুভব করছিলাম বহুদিন থেকেই। গীতিকবি হিসেবে গণমাধ্যমে তালিকাভূক্তি এক্ষেত্রে নতুন প্রেরণা ও বাধ্যবাধকতা যুগিয়েছে।
সংগীতাঞ্জলি
ফয়েজ তৌহিদুল ইসলাম

















