সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক নিজ হাতে সংকলিত একটি অনবদ্য কাব্যগ্রন্থ, যেখানে কবি তাঁর আত্মস্বীকৃত শ্রেষ্ঠ কবিতাগুলি একত্র করেছেন। এ সংকলনে স্থান পায়নি তাঁর অল্প বয়সের অপরিণত রচনা, বরং যেগুলি তাঁর মতে প্রকৃত কবিতা হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য, কেবলমাত্র সেগুলিই রাখা হয়েছে। কবির ভাষায়, “যে কবিতাগুলিকে আমি নিজে স্বীকার করি, তার দ্বারা আমাকে দায়ী করলে আমার কোনো নালিশ থাকে না।” সাহিত্যপ্রেমী পাঠকের জন্য ‘সঞ্চয়িতা’ কেবল একটি বই নয়—এটি এক আত্মসংলাপ, এক অন্তর্দৃষ্টি।
সঞ্চয়িতা
২০১৯