সমাজবিজ্ঞানের ধ্রুপদী ও আধুনিক তত্ত্ব বইটি মূলত বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষায় লিখিত একমাত্র বই হলেও এতে এমন অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে¾যা সমাজবিজ্ঞান বা সমাজ সম্পর্কিত তত্ত্ব সম্পর্কে যাঁরা আগ্রহী তাঁদের জ্ঞান-পিপাসা মেটাতে সাহায্য করবে।
বইটিতে সমাজবিজ্ঞানের উদ্ভব থেকে সর্বশেষ তাত্ত্বিক বিকাশধারা ও সমাজবিজ্ঞানের বিশ্ববিখ্যাত তাত্ত্বিক এবং তত্ত্ব সম্পর্কে আলোচনা রয়েছে। এ ছাড়া এ সংস্করণে কয়েকজন নতুন তাত্ত্বিক সম্পর্কে আলোচনা রয়েছে যা আগের সংস্করণে ছিলনা। বাংলাদেশসহ উপমহাদেশের প্রখ্যাত সমাজবিজ্ঞানীদের তাত্ত্বিক অবদান নিয়েও স্বতন্ত্রভাবে আলোচনা করা হয়েছে। বইটির প্রায় প্রতিটি অধ্যায়ে নতুন নতুন কিছু না কিছু যোগ করা হয়েছে¾যা সমাজবিজ্ঞানের একজন পাঠককে সর্বশেষ তাত্ত্বিক অগ্রগতি সম্পর্কে সম্যক ধারণা দিতে সাহায্য করবে। পুস্তকটির সপ্তম সংস্করণ মূলত সমাজবিজ্ঞানের তত্ত্বসমূহের সর্বশেষ বিকাশধারা সংবলিত বাংলা ভাষায় লিখিত একমাত্র গ্রন্থ। এ সংস্করণটি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ নতুনভাবে বইটি সাজানো হয়েছে।
সমাজবিজ্ঞানের ধ্রুপদি ও আধুনিক তত্ত্ব
ড. খুরশিদ আলম