রিক্তের বেদন কাজী নজরুল ইসলামের একটি প্রাবন্ধিক গদ্যগ্রন্থ, যেখানে দেশ, জাতি, ত্যাগ এবং বেদনার এক অনন্য কাব্যময় চিত্র আঁকা হয়েছে।
এই গ্রন্থে নজরুল শুধু একজন কবি নন—তিনি হয়ে উঠেছেন এক সাহসী কণ্ঠ, যিনি খাকি-পোশাকে আগুনভরা প্রাণের স্বপ্ন দেখেছেন, এক মমতাময়ী মায়ের অশ্রুজলে জাতির পবিত্রতা অনুভব করেছেন।
দেশপ্রেম, সংগ্রাম ও আত্মোৎসর্গ—এই তিনের মিলনেই রিক্তের বেদন হয়ে উঠেছে এক অনন্ত হৃদয়ভাঙা প্রার্থনার মতো।এই বই পাঠকের হৃদয়ে জাগিয়ে তোলে প্রশ্ন—আমরা কি কেবল বলেই যাই, নাকি কিছু করতে পারি?
রিক্তের বেদন
কাজী নজরুল ইসলাম