কুড়িটি ফুল দিয়ে গাঁথা একটি তোড়ার মধ্যে যেমন রয়েছে ‘হৃদয় রক্তরাগে’ রঞ্জিত বহুবর্ণের দ্যুতি তেমনই রয়েছে স্বদেশ, সমকাল, সতীর্থদের নিয়ে এক সহৃদয়সম্বাদী সমুজ্জ্বল সুবর্ণজয়ন্তী উদযাপন। অতীতচারণা নয় বরং মর্মে মর্মে সহমর্মিতা তার দীপ্তি ছড়িয়ে চলেছে চতুর্দিকে।অমর একুশের সাক্ষ্যবহ, উচ্ছাসে দুর্মর, প্রাণোচ্ছল প্রতিটি পংক্তিমালাতে অগ্নিকণার বিচ্ছুরণ। এমন কী উৎসর্গ পত্রে নিবেদিত প্রয়াত বন্ধুর পুণ্য স্মৃতির উদ্দেশ্যে অর্ধশত বরষের দুস্তর পথ পরিক্রমায়ও বিস্মৃত হতে না-পারা তেজোদ্দীপ্ত উদ্বেলিত তারুণ্যের সংঘবদ্ধ দৃপ্ত সমাবেশ ছিল কবি জীবনের অন্যতম চালিকা শক্তি। কবি তোফাজ্জল হোসেন সেই সুদূর বাহান্নো থেকেই তাঁর যাত্রা শুরু করে নতুন সহস্রাব্দেরও দোরগোড়ায় এসে উপনীত হয়েছেন। যা কিছু বাংলা, বাংলাভাষা, বাংলা সংস্কৃতির অংশভাক তারই মহিমা বন্দনায় তিনি সততই সৎ এবং নির্ভীক কলমযোদ্ধা। প্রথমে গানের কথায় পরে স্মরণের বিন্দু বিন্দু সমাহারে সাজিয়েছেন এ বাংলার একান্ত আপনার ধন আত্মপরিচয়।
হৃদয় রক্তরাগে
তোফাজ্জল হোসেন

















