একটি নদী কিভাবে ভূভাগের মানচিত্র বদলে দেয়, শহর ও জনপদের ভাল, মন্দ বৈভব ও দারিদ্র্যের চড়াই উৎরাই সমাজ ও মানব সম্পর্কীয় আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রন করতে পারে নারদ নদ সম্পর্কে বিষদ আলোচনায় এই তথ্যগুলো পরিষ্কারভাবে উঠে এসেছে।
পদ্মার পূর্ব তীরবর্তী অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে নারদ। মানুষ প্রায় ভুলতেই বসেছিল যে, নারদের উৎপত্তি রাজশাহী শহরের নিকটবর্তী শাহপুর নামক গ্রাম সংলগ্ন পদ্মা থেকে। নারদের মোট তিনটি অংশ। প্রথমটি রাজশাহী অংশ। শাহপুর থেকে পীরগাছা/পাইকপাড়া।
এই অংশটি ৪০ কিলোমিটার দীর্ঘ। নারদের তৃতীয় অংশ আটঘড়িয়া (বড়াইগ্রাম খাল) থেকে পামমোকাম (নাটোর সদর থানা)। এই অংশের দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। নারদের তৃতীয় ধারা থেকে জন্ম নিয়েছে ছোট একটি নদী হ্যালেঞ্চা। নারদের মৃত প্রবাহ পথে হাজার হাজার একর খাস জমি সঠিক পর্যবেক্ষণের অভাবে বেদখল হয়ে যাচ্ছে। নারদের মৃত খাত সঠিক প্রক্রিয়ায় খনন করে সারা বছর পানি ধরে রাখা সম্ভব। বিড়ালদহ নারদের মত খাত।
নারদ নদ
মাহবুব সিদ্দিকী

















