“ক্ষমতার বিকার” বইটিতে সংকলিত হয়েছে ফরহাদ মজহারের সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণ, কলাম ও সাক্ষাৎকার। এই লেখাগুলো মূলত লেখা হয়েছিল বাংলাদেশের 'জরুরি অবস্থা'র সময়ে—যখন রাজনীতি, মতপ্রকাশ ও নাগরিক স্বাধীনতা ছিল ভয়ানক চাপে।
এই লেখাগুলোর মূল শক্তি হলো: প্রতিদিনের ঘটনাকে বিশ্লেষণ ও মতাদর্শিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করা এবং পাঠকের চিন্তার ভেতরে রাজনৈতিক সম্ভাবনার আলো ছড়িয়ে দেওয়া। যারা সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা বুঝতে চান, এই বইটি তাদের জন্য একটি অপরিহার্য পাঠ।
কেনো এই বই পত্রপত্রিকায় সমসাময়িক বিষয় নিয়ে আমার সাম্প্রতিক লেখালিখি ও সাক্ষাৎকার একটি মলাটের মধ্যে একসঙ্গে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অনেকে। সমসাময়িক বিষয় নিয়ে লেখালিখিকে দৈনিক পত্রিকার ভাষায় 'কলাম' বলা হয়। তথ্য, বিশ্লেষণ ও তত্ত্ববিচার এই ধরনের লেখায় গৌণ ভূমিকা পালন করে, বরং শক্তিশালী 'কলাম' লেখকরা উল্টা ঘটনাঘটনের উপাদানে পরিণত হন।
কারণ তাঁদের লেখালিখি পাঠকদের প্রভাবিত করে এবং সমাজে নতুন রাজনীতির সম্ভাবনা তৈরি হয়। সে কারণে এই ধরনের লেখালিখিকে প্রতিদিনের ঘটনা ও সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে রাজনৈতিক লড়াই-সংগ্রাম থেকে আলাদা করে পাঠ করলে লেখার কিছুই প্রায় বোঝা যাবে না। বিশেষত, খেয়াল রাখতে হবে, লেখাগুলো লেখা হয়েছে 'জরুরি অবস্থা'-র অধীনে। অধিকাংশ সময় তরবারির নিচে মাথা রেখে।
ক্ষমতার বিকার
ফরহাদ মজহার

















