নবীন প্রজন্মের পাঠককে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত করবে বিশিষ্ট কথাশিল্পী মঞ্জু সরকারের কিশোর উপন্যাস ‘যুদ্ধে যাওয়ার সময়’। একাত্তরের যুদ্ধকালীন জীবনযাত্রার পটভূমিতে রচিত এ কাহিনিতে যেমন আছে বাদল ও গেঁদার মতো কিশোরদের বীরত্বগাথা, তেমনি রয়েছে মানুষের আপস, ভীরুতা ও গ্লানিরও পরিচয়। সব মিলিয়ে উন্মোচিত হয় মুক্তিযুদ্ধের প্রকৃত স্বরূপ। অবিস্মরণীয় কিছু চরিত্র সৃষ্টি ও লেখকের বয়ান-নৈপুণ্যে জীবন্ত হয়ে ওঠে যুদ্ধকালীন সময়। অবিস্মরণীয় দিনগুলোর বিশ্বাসযোগ্য এ কাহিনি হৃদয়-মন ছুঁয়ে বলে দেয়, মানুষের মুক্তির সংগ্রামে সবসময়ই আসলে যুদ্ধে যাওয়ার সময়। ১৯৯২ সালে সাহিত্য প্রকাশ কর্তৃক প্রথম প্রকাশের পরই উপন্যাসটি পাঠকনন্দিত হয়। লেখকের উল্লেখযোগ্য সব গ্রন্থের সঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হলো পরিমার্জিত সংস্করণ।
যুদ্ধে যাওয়ার সময়
মঞ্জু সরকার