যখন প্রপাত কিশোর প্রেমের আবেগ-অনুভূতির গল্প, তরুণ প্রেমের উচ্ছ্বাস-বেদনা। এটা সে-ই তরুণ বয়সের গল্প-বয়ান যা ওই বয়সের অনেক মানুষের মনেই এক ধরনের রঙিন স্বপ্ন-কল্পনা তৈরি করে। কারো কারো ক্ষেত্রে সেই স্বপ্ন-কল্পনা অল্পদিনেই ফুরিয়ে যায়, আবার কেউ কেউ আছে সারাজীবন সেই স্মৃতিকে হৃদয়ের গভীর কোনো জায়গায় লুকিয়ে রাখে। এই উপন্যাসে দুটি কিশোর হৃদয়ের রক্তক্ষরণের গল্প আছে। সব মানুষের জীবনেই কিছু অনুল্লেখ্য স্মৃতি থাকে, কিছু উচ্ছ্বল-উত্তাল অর্থহীন অতীত থাকে। কিছু কিছু স্মৃতি সেই কাটা ঘা-এর মতো যা শুকিয়ে গেলেও দাগ রেখে যায়। সেই বিবেচনায় যখন প্রপাত কেবলই যে কিশোর-কিশোরী বা নবীন যুব-যুবাদের উপন্যাস, তা নয়, এটা হতে পারে যে কোনো বয়সের পাঠক, যারা হৃদয়ের কোনো এক গোপন কুঠুরিতে ফ্রেমবন্দি করে রাখে অতীত ভালোবাসার কোনো প্রিয়মুখ। যখন প্রপাত উপন্যাসের শেষ পঙক্তিতে আমরা সেই ঘোরলাগা সময়ের স্মৃতি সংরক্ষণের ইঙ্গিত দেখতে পাই।
যখন প্রপাত
সিরাজুল ইসলাম মুনির