হুমায়ুন আজাদ আধুনিক বাংলা সাহিত্যের একজন অসামান্য প্রতিভা; তিনি একাধারে কবি ঔপন্যাসিক গল্পকার প্রাবন্ধিক সমালোচক গবেষক ভাষাবিজ্ঞানী এবং কিশোরসাহিত্যিক। গ্রন্থপ্রণয়নে তা সে যে-গ্রন্থই হোক—কবিতা বা গদ্য বা গবেষণা—সবটাতেই তাঁর আন্তরিকতা লক্ষণীয়। তিনি যেমন সাহিত্যে সত্য ও সুন্দরের স্বপড়ব দেখতেন, তেমনি ব্যক্তিগত জীবনেও তার চর্চা করতেন দ্ব্যর্থহীনভাবে। তিনি ন্যায় ও প্রগতির পক্ষে আপসহীন এক বিবেক। যেকোনো প্রকার সংঘনিষ্ঠতা থেকে তাঁর যে দূরত্ব, প্রথাগত প্রশংসাকাতরতা থেকে তাঁর যে উত্তরণ, বিবৃতিজীবীদের থেকে তাঁর যে ব্যবধান, জ্ঞান আহরণের জন্য তাঁর যে পাঠতৃষ্ণা, ব্যক্তিগত জীবনে সততার যে নিদর্শন—তা তাঁকে করে তুলেছে অনন্য।
হুমায়ুন আজাদ রচনাবলি ১
হুমায়ুন আজাদ