হ্যাম-বেথ বাংলা নাট্যসাহিত্যে এক অভিনব সংযোজন। শেকসপিয়ারের ‘হ্যামলেট’ ও ‘ম্যাকবেথ’ নাটকের কেন্দ্রীয় চরিত্র ও থিমকে নিয়ে তৈরি এই নাটক, যেখানে প্রতিশোধ এবং ক্ষমতার লালসা এক কাহিনির মোড়কে মিলিত হয়েছে। নাট্যকার চরিত্রগুলোকে নতুন আঙ্গিকে পুনর্গঠনের মাধ্যমে এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করেছেন—যা একদিকে ক্লাসিক নাটকের ছায়া বহন করে, অন্যদিকে একটি সম্পূর্ণ নতুন নাট্যজগত উপহার দেয়। যারা শেকসপিয়ারের নাটক ভালোবাসেন কিংবা নাট্যরূপান্তরে আগ্রহী, তাঁদের জন্য এটি এক অপরিহার্য পাঠ্য।
বইয়ের ফ্ল্যাপ
শেকসপিয়ারের নাটকের অনেক অনুবাদ হয়েছে, ভাবানুবাদের সংখ্যাও প্রচুর । এখনো এই ধরনের কাজ অব্যাহত। কেউ কেউ তাঁর একটি নাটক অবলম্বনে নাটকও লিখেছেন। কিন্তু তাঁর দুটি নাটক নিয়ে একটি নতুন নাটক লেখা এই প্রথম। এক্ষেত্রে হ্যাম-বেথ পথিকৃতের ভূমিকা পালন করেছে ।
হ্যাম-বেথ নাটকে লেখক শেকসপিয়ারের দুটি নাটকের প্রধান চরিত্র ব্যবহার করেছেন; কিন্তু প্রায় ক্ষেত্রেই চরিত্রগুলোর ভূমিকা অনেকটা ভিন্ন, ঘটনার সমাবেশও নতুন। তবে শেকসপিয়ারের হ্যামলেট নাটকে যেমন পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ এবং ম্যাকবেথ নাটকে ক্ষমতার জন্য হত্যা ও পরিণতিতে মৃত্যু প্রধান বিষয়-হ্যাম-বেথ নাটকও সেই দুটি বিষয়কে কেন্দ্র করে লেখা । তফাত হলো, লেখক দুটি বিষয়কে একই কাহিনীর কাঠামোয় নিয়ে এসেছেন। আরও কিছু পার্থক্য রয়েছে—যা পড়ার সময় বোঝা যাবে ।
হ্যাম-বেথ: শেকসশিয়ারের দুটি নাটক অবলম্বনে
হাসনাত আবদুল হাই