চারু এক সময় আবিষ্কার করে, তাদের মতো এ লোকগুলোও এক এক রাত চারুপল্লীর এক এক জনের সঙ্গে দেহ বিলায়। কিন্তু তারা জানে না, এই বহুগামী লোকগুলো চারুদের কাছে চারুপল্লীর অন্য বাসিন্দাদের মতো নিত্য ব্যবহার্য। চারু ভাবে, এ লোকগুলো তাদের মতো স্বাধীন না; তারা যেমন চারুপল্লীতে পরস্পরকে চেনে-জানে, দল বেঁধে ঘোরে, গান গায়, নাচে, খুনসুটি করে খদ্দেরদের সঙ্গে— এই লোকগুলো তা করতে পারে না, তারা ভেক ধরে থাকে সংসদে, সংবাদে, টিভিতে, বিশ্ববিদ্যালয়ে, ধর্মশালায়।
শহরের এক কোণে চারুদের যেমন নিষিদ্ধপল্লী আছে, এ লোকগুলোর সে রকম একটি থাকার জায়গাও নেই। চারুর ইচ্ছে, তারাও স্বাধীন ‘পতিত’ হিসেবে পরস্পরকে চিনুক, থাকুক তাদের নিজস্ব ‘পল্লী’ বা শহর।
সমাজ, সভ্যতা এবং ব্যক্তির সেই দম আটকানো গোপনীয় অভিযানে আপনাকে আমন্ত্রণ।
গোপনীয়
ফয়েজ তৌহিদুল ইসলাম

















