‘দৈনন্দিন জীবনে কোরআন’ বইটি হালিম দাদ খান-এর গবেষণালব্ধ একটি ব্যতিক্রমধর্মী সংকলন। পবিত্র কোরআনের প্রায় ৪৪৩৮টি আয়াত এখানে ২২টি প্রাসঙ্গিক বিষয়ে সাজানো হয়েছে, যেন সাধারণ শিক্ষিত মানুষরাও জীবনাচার ও ধর্মীয় সিদ্ধান্তে কোরআনের দিকনির্দেশনা সহজেই খুঁজে পান। আধ্যাত্মিকতা ছাড়াও ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—এই বই সেই বাস্তবতাকে ব্যাখ্যা করে। বইটি ধর্মপ্রাণ পাঠকের জন্য যেমন উপকারী, তেমনি ইসলামিক চিন্তায় আগ্রহী শিক্ষার্থীদের জন্যও অপরিহার্য এক রেফারেন্স।
প্রচলিত অভিমত এই যে, পবিত্র কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ তো বটেই, সেই সঙ্গে তাদের পরিপূর্ণ জীবনবিধানও। ‘জীবনকে বাদ দিয়ে নিছক আধ্যাত্মিকতার স্থান ইসলামে বিশেষ আমল পায়নি।’ কোরআনের বাণীর অধিকাংশ বিয়ষভিত্তিক বা ধারাবাহিকভাবে না হয়ে উদ্ভুত সমস্যার সমাধান ও সতর্কীকরণ হিসেবে অবতীর্ণ হয়েছে। ফলে একই সুরায় যেমন বিভিন্ন বিষয়ে, তেমনি একই বিষয় বিভিন্ন সুরায় আলোচিত হয়েছে। কদুপরি কোরআনের আয়তন বিশাল হওয়ায় কোন কোন স্থানে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা বের করা বেশ দুরূহ। সেজন্য এ বইয়ে নিত্যপ্রয়োজনীয় ২২টি বিষয়ে বাছাই করা কমবেশি ৪ হাজার ৪৩৮টি আয়াতের সন্নিবেশ এমনভাবে ঘটানো হয়েছে যে, সাধারণ লেখাপড়া জানা মানুষও তাদের দৈন্দিন জীবনযাপন ও ধর্মাচার অনুসরণে সহজে দিকনির্দেশনা নিজেরাই গ্রহণ করতে পারবেন।
দৈনন্দিন জীবনে কোরআন
হালিম দাদ খান
















