বিষের বাঁশী কাজী নজরুল ইসলামের একটি অনন্য কাব্যগ্রন্থ, যা কবির ভাষায় “অগ্নিবীণা”-র দ্বিতীয় খণ্ড হিসেবে পরিকল্পিত হলেও বিশেষ কারণে নামকরণ হয় বিষের বাঁশী।
এই কাব্যে অন্তর্ভুক্ত কবিতা ও গানগুলোতে রয়েছে তীব্র বিদ্রোহ, রাজনৈতিক ব্যঙ্গ, সমাজ-চেতনা এবং ব্যক্তিগত কৌতুকমিশ্র ভাষ্য। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের আইন ও সেন্সরের বিরুদ্ধে প্রতীকী ও সরস ভঙ্গিতে নজরুল এই বইয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।এই বাঁশীতে সুর আছে, তবে সে সুর অসুরের বাঁশ-এর বিরুদ্ধে প্রতিবাদের। এটি কেবল কবিতার সংকলন নয়—একজন বিদ্রোহী কবির কলমে লেখা ঐতিহাসিক ব্যথা ও দুঃসাহসের দলিল।
বিষের বাঁশী
কাজী নজরুল ইসলাম

















