অশুভ শক্তি আর শুভশক্তি— এ দুই শক্তির প্রতিযোগিতা কবে শুরু হয়েছে, তা আমাদের জানা নেই। তবে জানা আছে দুটোই চলছে। এর শেষ কোথায়, তাও অজানা। কে এগিয়ে কে পিছিয়ে তাও জানা নেই। খোলা চোখে কখনো এটা কখনো ওটা এগিয়ে— এমনটাই দেখা যায়। একজন জীবন দিয়ে দিল— আরেকজন প্রাণ নিল। আলোচ্য গ্রন্থের অবলোকন এর বাইরে কিছু নয়।
বায়ান্ন-একাত্তর-চব্বিশ
মুহম্মদ মাহবুব উল ইসলাম