টানা ৬৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন মনজুর আহমদ। এবার তিনি বিরাশিতে পা রেখেছেন। বিরাশি বছর নিঃসন্দেহে একজন মানুষের জীবনে একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে মানুষের স্মৃতির ভান্ডার সমৃদ্ধ হয়ে ওঠে বিপুল অভিজ্ঞতায়। বিশেষ করে সেই মানুষটি যদি হন একজন সাংবাদিক।
সাংবাদিক মনজুর আহমদ তার জীবনের এই দীর্ঘ সময়টি পার করেছেন নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে। তার পেরিয়ে আসা পুরো সময়টি ছিল রাজনৈতিকভাবে দারুণ উত্তাল। তিনি প্রত্যক্ষ করেছেন বায়ান্নর ভাষা-আন্দোলন, চুয়ান্নর সাধারণ নির্বাচন, যুক্তফ্রন্টের সরকার, ৯২ক ধারা জারি, যুক্তফ্রন্টে ভাঙন, আইন পরিষদে হাঙ্গামায় ডেপুটি স্পিকারের মৃত্যু, সামরিক শাসন। আইয়ুববিরোধী আন্দোলনে টালমাটাল ষাটের দশকের তিনি সাক্ষী। শেখ মুজিবের উত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন, ৭ মার্চ বঙ্গবন্ধুর জনসভা, ২৫ মার্চের হত্যাযজ্ঞ, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এসব কিছুরই প্রত্যক্ষদর্শী হয়ে রয়েছেন তিনি। সেসব দিনের কথা নিয়েই তার এই আত্মস্মৃতি।
আমার সেই সময়
মনজুর আহমদ