সত্য সাহা নিছক একটি নাম নয়, বলা যায় একটি মহান কীর্তি। সত্য সাহা কেবল একজন ব্যক্তি নন, বলা যায় একজন কিংবদন্তি পুরুষ।
সময় থেকে সময়ে, কাল থেকে কালে সত্য সাহার সৃষ্টি অসংখ্য গান এখনও দেশের সংগীতাঙ্গনে সুরের তরঙ্গ ছড়িয়ে যাচ্ছে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিল্পীরা এখনও সত্য সাহার গান গেয়েই শ্রোতাদের হৃদয়ে সুরের ঝর্ণাধারা বইয়ে দিচ্ছেন।
তবে সত্য সাহার গান তাঁর শ্রোতাদের কাছে যতটা পরিচিত, ঠিক ততটাই যেন অপরিচিত তাঁর ব্যক্তিজীবন। অথচ জমিদার পরিবারের সন্তান হয়েও বিত্ত বৈভবের বিলাসী জীবনকে নিজের জন্যে বেছে নেননি তিনি। বরং পিতার অমতে সুরের সাধনায় ব্যাপৃত হওয়ার কারণে ঘাত-প্রতিঘাতময় কঠিন জীবনের মুখোমুখি দাঁড়াতে হয়েছে তাঁকে। তবু থেমে যাননি তিনি। সংগ্রামের দুস্তর পথ পাড়ি দিয়ে তবেই সাফল্যের চূড়ায় আরোহণ করেছেন সুরের বরপুত্র সত্য সাহা।
একজন শিল্পী হিসেবে, প্রিয়তমা স্ত্রী হিসেবে, জীবনযুদ্ধের সহযোদ্ধা হিসেবে সত্য সাহাকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে রমলা সাহার। একজন সাধারণ জীবনসঙ্গী হিসেবে নয়, নিজের শিল্পীসত্তা দিয়ে সত্য সাহাকে তিনি দেখেছেন গভীর অনুসন্ধিৎসু দৃষ্টিতে। নিজের একান্ত অনুভবের সেই প্রিয় পুরুষটিকে নিয়েই রমলা সাহার লেখা আমার সত্য আমার জীবন।
রমলা সাহার হাতে হাত রেখে সত্য সাহার যে নিবিড় পথ চলা, কিংবা বলা যায় সত্য সাহাকে ঘিরে রমলা সাহার জীবনের যে বিপুল আবর্তন, তা-ই আমাদের সংগীত উদ্যানে জ¦ালিয়েছে সুরের একএকটি প্রদীপ শিখা।
আমার সত্য আমার জীবন
রমলা সাহা

















