আলোর ফুলকি অবনীন্দ্রনাথ ঠাকুরের বহুলপরিচিত লেখা নয়। তাঁর শিশুসাহিত্যে আগমন মূলত রবীন্দ্রনাথের প্রেরণায়। তিনি চিত্রশিল্পী। তাঁর লেখার ভাষাও হয়ে উঠেছে তুলির রঙে আঁকা ছবি। ভারতী পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে, বৈশাখ থেকে অগ্রহায়ণজুড়ে ধারাবাহিকভাবে এ লেখা প্রকাশিত হয়। ১৯৪৭ সালে এটি প্রথম বই হিসেবে প্রকাশিত হয়। এটি ফরাসি ভাষা থেকে অনূদিত ইংরেজিতে রচিত ঞযব ঝঃড়ৎু ড়ভ ঈযধহঃরপষববৎ-এর ভাবানুবাদ। আলোর ফুলকির ভাব, বাংলার মননের। আবহমান বাংলারই কাহিনি আলোর ফুলকি। আর অসামান্য চিত্রল বর্ণনা, সরল বাক নৈপুণ্য এবং স্বকীয় উপস্থাপনরীতি শিশুসাহিত্যে তাঁকে দিয়েছে স্থায়ী আসন।
আলোর ফুলকি
অবনীন্দ্রনাথ ঠাকুর

















