আহমদ ছফার সম্পাদনায় ১৯৭০-এর দশকের সাহিত্য পত্রিকা ‘স্বদেশ’ তিনটি সংখ্যার পুনর্মুদ্রণ এবং সলিমুল্লাহ খানের পর্যালোচনাসহ এই বইয়ে ফিরে দেখা যায় এক ঐতিহাসিক সাহিত্য আন্দোলন।
১৯৭০ সালের গোড়ার দিকে আহমদ ছফার । সম্পাদনায় সাহিত্য পত্রিকা ‘স্বদেশ প্রকাশিত হইয়াছিল । মাত্র তিন সংখ্যা প্রকাশের পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হইয়া যায়। প্রায় অর্ধ–শতাব্দী পর এখানে সেই তিনটি সংখ্যা হুবহু পুনর্মুদ্রিত হইল । পুনর্মুদ্রণ উপলক্ষে সলিমুল্লাহ খান লিখিত একপ্রস্ত পর্যালোচনাও ভূমিকাস্বরূপ মুদ্রিত হইতেছে । এই পুনর্মুদ্রণের সহিত কয়েক প্রস্ত নির্দেশিকাও সংযুক্ত করা হইল ।
আহমদ ছফার স্বদেশ
সলিমুল্লাহ খান

















