বাংলাদেশের চিন্তাজগতে এক অবিস্মরণীয় নাম আহমদ ছফা। তার বিখ্যাত প্রবন্ধ “বাঙালী মুসলমানের মন” (১৯৭৬) আজও সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপটে বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে।
সলিমুল্লাহ খান এই গ্রন্থে গুরু আহমদ ছফার এই প্রবন্ধকে গভীর বিশ্লেষণে খণ্ড-বিখণ্ড করেছেন। কখনও কঠোর প্রশ্ন তুলেছেন, কখনও আলোচনার নতুন মাত্রা যোগ করেছেন। এই গ্রন্থে পাঠক পাবেন:
✔ “বাঙালী মুসলমানের মন” প্রবন্ধের প্রাথমিক আসল সংস্করণ
✔ এবনে গোলাম সামাদকৃত প্রথম সমালোচনা এবং লেখকের জবাব
✔ আহমদ ছফার আরও দুটি মূল্যবান রচনাযারা বাংলাদেশের ইতিহাস, সমাজমনস্তত্ত্ব, জাতীয়তাবাদ এবং বুদ্ধিবৃত্তিক বিতর্ক নিয়ে চিন্তা করেন, তাদের জন্য বইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল।
বইয়ের ফ্ল্যাপ
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের জেরে অনেক বেশি প্রাসঙ্গিক হইয়া উঠিয়াছে আহমদ ছফার ‘বাঙালী মুসলমানের মন’ (১৯৭৬) নামক প্রবন্ধ। বর্তমান গ্রন্থের বিষয় এই প্রবন্ধের দোষগুণ বিচার। এখানে সলিমুল্লাহ খান তাঁহার গুরু আহমদ ছফাকে কিছু গুরুতর প্রশ্নে রীতিমত কাঠগড়ায় দাঁড় করাইয়াছেন।
গ্রন্থের উদ্বৃত্ত মূল্যস্বরূপ পুনর্মুদ্রিত হইতেছে ‘সমকাল’ পত্রিকায় ছাপা ‘বাঙালী মুসলমানের মন’ প্রবন্ধের সহি বড় আদি ও আসল সংস্করণ, এই প্রবন্ধের এবনে গোলাম সামাদকৃত প্রথম সমালোচনা এবং লেখকের জবাব। সাথে আছে আহমদ ছফার আরো দুইটি লেখা।
আ মরি আহমদ ছফা
সলিমুল্লাহ খান