এদেশের ছোটরা এই বলে আপসোস করতে পারে যে, কাজী নজরুলকে আরো পুরোপুরি পায় নি। তাহলে কী সম্পদই না তারা পেত! আমি দাদুর লেখা মিষ্টি কবিতাগুলো পড়ি আর ভাবি, শিশুর মনের ভাবকে এমন চমৎকার করে আমরা কেন ফুটিয়ে তুলতে পারি না!
---খিলখিল কাজী
ছোটদের নজরুল রচনাবলী
কাজী নজরুল ইসলাম